ফায়ারম্যান পদে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল | Free Training Course 2021 | Fireman jobs 2021 In Kolkata W.B
ইন্ডিয়া ফারর্মাস কর্পোরেশন লিমিটেড তরফ থেকে ফায়ারম্যান এর নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন ।
পদের নাম : ফায়ারম্যান
বিভাগ : বিএসসি ফায়ার এন্ড সেফটি এবং আইটিআই ফায়ার
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট থেকে ন্যূনতম 60% নাম্বার নিয়ে 3বছরে পূর্ণ সময়ে নিয়মিত বিএসসি ডিগ্রি এবং ফায়ার এন্ড সেফটি এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের বিএসসি ডিগ্রিতে ন্যূনতম 55% নাম্বার থাকলে আবেদন করতে পারবেন।
ফায়ারম্যান : আইটিআই বিভাগে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত 60% নম্বর নিয়ে হাটে এক বছর কিংবা 6 মাসের আইটিআই থাকলে আবেদন করতে পারবেন তপশিলি প্রার্থীদের 55% নাম্বার নিয়ে আবেদনযোগ্য এবং আবেদনকারীদের জানানো যাচ্ছে যে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন।
শারীরিক মাপজোক : উচ্চতা 165 সেন্টিমিটার ওজন হতে হবে 55 কেজি বুকের ছাতি ফুলিয়ে এবং ফুলে যথাক্রমে 81-86 সেন্টিমিটার তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে 2.5 সেন্টিমিটার ছাড় পাবে।
ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট : শুধুমাত্র আইটিআই জন্য 50 কেজি 100 মিটার দৌড় হতে হবে এবং হাত ও পায়ের সাহায্যে 12 ফুট রোপ 183 মিটার যেতে হবে এবং 53 কেজি মানুষকে নিয়ে।
প্রশিক্ষণের সময়সীমা : বিএসসি ফায়ার এন্ড সেফটি বিভাগের ক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 2 বছর এবং আইটিআই ফায়ার বিভাগের ক্ষেত্রে প্রশিক্ষণের সময়সীমা 3 বছর রাখা হয়েছে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী 10 ই মে পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.iffcoyuva.in/en/
আবেদনের লিংক : https://aavedan.iffco.coop/iffcorecruitment/
বিজ্ঞপ্তি লিংক : https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: