এসবিআই ক্লার্ক রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মঙ্গলবার 27 এপ্রিল জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা মোট শূন্যপদ ছিল 5237 প্রতিটি রাজ্য থেকেই আবেদন করা যাচ্ছিল ।
মোট শূন্যপদ : 5237 টি ।
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন বা সমতুল্য পাস হতে হবে।
বয়স সীমা : 20 - 28 বছর পর্যন্ত বয়স হতে হবে 1 এপ্রিল 2021 তারিখ অনুযায়ী।
নির্বাচন প্রক্রিয়া : অনলাইনে পরীক্ষা হবে দুটি স্তরের পিলিমিনারি ও মেইন এর মাধ্যমে পাশাপাশি স্থায়ী ভাষার উপর দক্ষতা পরীক্ষা হবে প্রিলিমিনারি 1 ঘন্টা সময় সময়ের মধ্যে তিনটি ক্ষেত্রে থেকে মূলত প্রশ্ন করা হবে ইংরেজি, অংক, রিজনিং পরীক্ষার কঠিনতর হচ্ছেনা বলে অনেক পরীক্ষার্থীর বেছে উত্তর করার দক্ষতা প্রয়োজন প্রার্থীদের।
প্রিলিমিনারি পরীক্ষা : (এক্সাম প্যাটার্ন) : অনলাইন পিলিমিনারি পরীক্ষায় 100 টি অবজেকটিভ প্রশ্ন থাকবে এবং সময়ঃ 1 ঘন্টা।
মেইন পরীক্ষা : মোট 200 নম্বরের পরীক্ষা হবে 190 টি প্রশ্ন থাকবে সময়সীমা 2 ঘন্টা 40 মিনিট
কোন মন্তব্য নেই: