মাধ্যমিক পাশে ভারতীয় ডিফেন্সে ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (indian army fireman recruitment 2021 offline form)
ইন্ডিয়ান আর্মি ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র ভারতীয় রায়' প্রার্থীরা আবেদন করতে পারবেন ভারতীয় সেনাবাহিনীতে ফায়ারম্যান নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পদের নাম : ফায়ারম্যান।
মোট শূন্যপদ : 2টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস যোগ্যতা হলে আবেদন করতে পারবেন ও উচ্চতর যোগ্যতা হলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 5200 থেকে 20,200 টাকা পর্যন্ত।
বয়স সীমা : 18 থেকে 25 বছরের মধ্যে প্রার্থীদের বয়স হতে হবে বয়সের ছাড় পাবেন sc.st.obc p.w.d.।
আবেদনের পদ্ধতি : Aspiants ডাক দ্বারা অফলাইন মোড আবেদন করতে পারেন।
আবেদনের আগে বিজ্ঞপ্তিটি পুরোপুরি পড়ুন।
কোনও ভুল ছাড়াই আবেদন ফর্মটি পূরণ করুন।
সমস্ত প্রাসঙ্গিক নথি সংযুক্ত করুন।
নমুনা ঠিকানায় আপনার আবেদন জমা দিন
ঠিকানা: প্রতি, অফিসার কম্যান্ডিং, 192 পিইটি পিএল এএসসি, পিন 905192, সি / ও 56 এপিও (জেএনএএনএসআই)।
আবেদনপত্রের মাধ্যমে সংযুক্ত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ শংসাপত্রগুলি
2 সর্বশেষ পাসপোর্ট আকারের ছবি যথাযথ স্ব-সত্যায়িত
শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র (মাধ্যমিক পাস)।
জন্মের শংসাপত্রের তারিখ
জাতির শংসাপত্র যেখানে প্রযোজ্য
আধার কার্ড (স্ব-সত্যায়িত)
খামের সাথে টাকার ডাক স্ট্যাম্পের সংযোগ রয়েছে Rs 25 টাকার।
আবেদনের শেষ তারিখ : 7/5/ 2021 তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তি লিংক : https://www.jobcaam.in/wp-content/uploads/2021/03/apo-jhansi.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: