খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে 700 শূন্যপদে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরে এই বছরে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে গত বছরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা ছিল মহামারীর কারণে সমস্ত নিয়োগের প্রক্রিয়া বন্ধ ছিল খবর সূত্রে জানা গিয়েছে রাজ্য বিধানসভা ভোট প্রক্রিয়া শেষ হলে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে।
মোট শূন্যপদ 700 টি ।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন ।
পদের নাম : সাব-ইন্সপেক্টর।
বেতন: পে লেভেল 2 অনুযায়ী বেতন 5400 থেকে 25, 200 টাকা পর্যন্ত।
বয়সসীমা : 18- 30 বছর বয়স হতে হবে প্রার্থীরা বয়সে ছাড় পাবে ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে এবং সংশ্লিষ্ট নথিপত্র গুলিস্তান করে আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে।
আবেদন ফি : 110 টাকা এসি,এসটি, p.w.d. কোন টাকা দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : https://wbpsc.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : http://pscwbapplication.in/pdf18/SCHEME&SYLB-FOR-RECTT_SUB-INSPECTOR-IN-THE-SFSS-GIII-FSD.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: