পশ্চিমবঙ্গ পুলিশের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চ মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম : ওয়্যারলেস অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা অথবা সরকারি অনুমোদিত যেকোনো বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 - 27 বছরের মধ্যে হতে হবে 1ই জানুয়ারি 2021 তারিখ হিসাবে প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন এসসি এসটি ওবিসি প্রার্থীরা 3বছর বয়সে ছাড় পাবে।
আবশ্যিক যোগ্যতা : আবেদনকারীদের বাংলা ভাষায় পড়তে লিখতে বলতে জানতে হবে দার্জিলিং কালিম্পং জেলা থেকে মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে বাংলা ভাষায় পড়তে ও লিখতে বলতে জানতে হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে 22/2/ 2021 থেকে তারিখ থেকে 22/ 3/2021 তারিখ পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : http://wbpolice.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/NOTICE_Wireless%20Operator.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: