রাজ্য পুলিশের কনস্টেবল পদে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন-প্রক্রিয়া সাব-ইন্সপেক্টর পদে ও সাব ইন্সপেক্টর মহিলা সাব-ইন্সপেক্টর সশস্ত্র বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
মোট শূন্যপদ : 1,088 টি।
পদের নাম
সাব-ইন্সপেক্টর পদে শূন্য পদ : 753 টি।
মহিলা সাব-ইন্সপেক্টর পদে শূন্য পদ : 150 টি।
সাব ইন্সপেক্টর সশস্ত্রবাহিনী পুরুষ পদে শূন্য পদ : 185 টি।
শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীদের শিক্ষাগত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য যেকোনো ডিগ্রী অর্জন করতে হবে কনস্টেবল এর মতন ক্ষেত্রে আবেদনকারীদের বাংলা কথা বলতে ও লিখতে জানতে হবে দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে সেই নিয়ম প্রযোজ্য নয়।
বয়স সীমা : 20 - 27 বছরের মধ্যে বয়স হতে হবে 2021সালে 1 ই জানুয়ারি অনুযায়ী তপশিলি জাতি ও তপশিলি উপজাতি দের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবেন ওবিসি 3 বছর বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি : 293 টাকা।
আবেদনকারীদের সময়সীমা : আগামী 20 ফেব্রুয়ারি বিকেল 5 পর্যন্ত আবেদন করা যাবে।
ওয়েবসাইট লিঙ্ক : http://wbpolice.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/On-line-SI21.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: