রাজ্য পুলিশের 1251 শূন্যপদে পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে (west bengal police recruitment 2021)
রাজ্য পুলিশের 1251 জনকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখনই আবেদন করুন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করুন।
মোট শূন্যপদ : 1251টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখা ও ফিজিকস উচ্চ মাধ্যমিক পাসেই আবেদন করুন বাংলায় লিখতে ও পড়তে জানতে হবে দার্জিলিং কালিম্পং এর স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়।
শারীরিক সক্ষমতা পুরুষ গরখালি রাজবংশীদের ক্ষেত্রে উচ্চতা 167 সেমি ওজন 56 কেজি বুকের ছাতি 78 সেমি ফুলিয়ে 83 সেমি মহিলাদের উচ্চতা 160 সেমি ওজন 47 কেজি।
পুরুষদের ক্ষেত্রে উচ্চতা 160 সেমি ওজন 52 কেজি বুকের ছাতি 76 সেমি ফুলিয়ে 18১সেমি মহিলাদের উচ্চতা 155 সেমি ওজন 45 কেজি।
ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্টের জন্য পুরষ্কার 3 মিনিটে 800 মিটার ও মহিলাদের প্রার্থীদের 2 মিনিটে 400 মিটার দৌড়াতে হবে।
বয়স সীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে 1 ই জানুয়ারি 2001 তারিখ অনুযায়ী বয়সের ছাড় পাবেন তপশিলি জাতি তপশিলী উপজাতি ওবিসি।
আবেদনকারীদের : আগামী 22 শে ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হবে 22 শে মার্চ 2021 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে 22 শে মার্চ পর্যন্ত 24 মার্চ 2021 তারিখের মধ্যে আবেদন জমা দেয়া যাবে।
আবেদন ফি : জেনারেল ক্যাটাগরিতে জন্য 250 টাকা প্রসেসিং ফ্রি 25 টাকায় এসসি ,এসটি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি 25 টাকা ।
ওয়েবসাইটের লিংক : http://wbpolice.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : http://wbpolice.gov.in/writereaddata/wbp/Information_Wireless%20Operator.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ২০, ২০২১ Rating:







কোন মন্তব্য নেই: