এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে 386 জন কে ম্যানেজার ও জুনিয়র এগজিকিউটিভ পদে নিয়োগ করা হবে।
শূন্য পদ : 386 ।
শিক্ষাগত যোগ্যতা : ম্যানেজার ফায়ার সার্ভিসে ফায়ার ইঞ্জিনিয়ারিং মেকানিকাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল সঙ্গে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।
জুনিয়ার এগজিকিউটিভ মেকানিক্যাল ও অটোমোবাইল বিটেক থাকতে হবে।
বয়স সীমা : ম্যানেজার পদে বয়সে উর্ধ্বসীমা 32 বছর ও জুনিয়র এক্সিকিউটিভ পদে 27 বছর 30 শে নভেম্বর 2020 তারিখে হিসাবে বয়সের ছাড় পেয়ে যাবে SC/ST/OBC ।
বেতন : ম্যানেজার পদে বেতন 60000-180000 টাকা জুনিয়র এক্সিকিউটিভ বেতন 40000-140000 টাকা।
প্রার্থী বাছাই অনলাইনে লিখিত পরীক্ষার ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেজারমেন্ট মেজারমেন্ট ড্রাইভিং টেস্ট যে পদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য ।
আবেদন ফি : 1000 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি দের ক্ষেত্রে ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 170 টাকা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে এক বছরে অ্যাপ্রেন্টিস ট্রেনিং যাদের আছে তাদের আবেদন ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে আগামী 15 ই ডিসেম্বর থেকে 14 ই জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত।
আবেদনের লিংক : https://www.aai.aero/
বিজ্ঞপ্তি লিংক ; https://www.aai.aero/en/recruitment/release/200597
কোন মন্তব্য নেই: