ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ লিমিটেড তরফ থেকে ৪৯৩ জন কে অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে।
শূন্য পদ : ৪৯৩ টি।
পদের নাম : ফিটার ,ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক ,মেকানিক ,ইন্সট্রুমেন্ট ,মেকানিক ,একাউন্ট ডেটা এন্ট্রি অপারেটর অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস ন্যূনতম 50 শতাংশ নাম্বার নিয়ে যেকোন শাখা থেকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 45 শতাংশ নম্বর থাকতে হবে।
ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণী পাস থাকতে হবে।
বয়স সীমা: 31 শে অক্টোবর 2020 তারিখে বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীরা বয়সের ছাড় পেয়ে যাবেন SC/ ST/OBC।
প্রার্থী বাছাই পদ্ধতি : লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের লিংক : http://iocl.onlinereg.in/ioclsrreg1120/home.aspx
বিজ্ঞপ্তি লিংক : https://iocl.com/PeopleCareers/PDF/1.0_Fulltext_Advertisement_2020_21_Phase-I.pdf
কোন মন্তব্য নেই: