পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে 1647 শূন্যপদে পদে নিয়োগ করা হচ্ছে (West Bengal Health Recruitment Board )
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে 1647টি শূন্য পদে কর্মী নিয়োগ করছে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন এই পদের জন্য।
মেডিক্যাল টেকনোলজিস্ট গ্রেড- III, মোট 6 টি শাখায় এই মেডিক্যাল টেকনোলজিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ: 1647 টি।
1. মেডিক্যাল টেকনোলজিস্ট (Lab), গ্রেড- III: মোট শূন্যপদ 633 টি (UR- 327, SC- 140, ST- 38, OBC A- 64, OBC B- 44, PWD- 20)।
2. মেডিক্যাল টেকনোলজিস্ট (OT), গ্রেড- III: মোট শূন্যপদ 566 টি (UR- 293, SC- 125, ST- 34, OBC A- 57, OBC B- 40, PWD- 17)।
3. মেডিক্যাল টেকনোলজিস্ট (ECG) গ্রেড- III: মোট শূন্যপদ 281 টি (UR- 144, SC- 63, ST- 17, OBC A- 28, OBC B- 20, PWD- 09)।
4. মেডিক্যাল টেকনোলজিস্ট (Critical Care), গ্রেড- III: মোট শূন্যপদ 164 টি (UR- 84, SC- 36, ST- 10, OBC A- 17, OBC B- 12, PWD- 05)।
5. মেডিক্যাল টেকনোলজিস্ট (P & O), গ্রেড- III: মোট শূন্যপদ 2 টি (UR- 01, SC- 01)।
6. মেডিক্যাল টেকনোলজিস্ট (EEG/ EMG) গ্রেড- III: মোট শূন্যপদ 1 টি (UR- 01)।
বয়স সীমা : 21 থেকে 39 বছরের মধ্যে বয়স হতে হবে 1 জানুয়ারি 2021 তারিখ হিসাবে বয়সের ছাড় পেয়ে 5 বছর এসসি এসটি ওবিসি যাবে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা : কেমিস্ট্রি ফিজিক্স এবং বায়োলজি বিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ থাকতে হবে সঙ্গে মেডিকেল টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ওটিজি নানা ধরনের কাজের দুই বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে অথবা মেডিকেল টেকনোলজি বিষয়গুলি ডিগ্রী পাস করে থাকলে আবেদনযোগ্য এক বছরের ডিপ্লোমা পাশ করলেই আবেদন যোগ্য করা হবে।
নিয়োগের পদ্ধতি : সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে অনলাইনে আবেদন করা যাবে আগামী 28 শে জানুয়ারি 2021 তারিখ থেকে 6 ফেব্রুয়ারি 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি: OBC, General প্রার্থীদের ক্ষেত্রে 160 টাকা SC,ST,PWD দের ক্ষেত্রেও প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : https://wbhrb.in/
বিজ্ঞপ্তি লিংক : https://wbhrb.in/data-upload/news_update/ebcb11a4c9dfe7efda7b18670b5e9e43.pdf
কোন মন্তব্য নেই: