আপনি এটিএম এ টাকা তোলার সময় নিয়ম বদলালো ভারতীয় স্টেট ব্যাংক গত 1 জুলাই থেকে এই নিয়মগুলো কার্যকর করা হয়েছিল এই নিয়ম গুলি না মানলে গ্রাহকদের জরিমানা দিতে হবে জানিয়েছে এস বি আই ওয়েবসাইট থেকে তথ্য অনুযায়ী মেট্রো শহরগুলিতে এসবিআই গ্রাহক দের প্রতি মাসে বিনামূল্যে ৮টি ট্রানজাকশন বা লেনদেন করতে পারবেন।
এই অতিরিক্ত ট্রানজাকশন করলে প্রত্যেকবার লেনদেনে আলাদা চার্জ দিতে হবে জানিয়েছে এই৮ টি লেনদেনের মধ্যে ৫টি এসবিআই এটিএম এ এবং ৩ টি লেনদেন অন্য ব্যাংকের এটিএমে করা যাবে যেগুলি মেট্রো শহর নয় সেখানে প্রতিমাসে বিনামূল্যে ১০ টি ট্রানজেকশন করতে পারবেন গ্রাহকরা তার মধ্যে ৫টি এস বি আই এটিএম এ এবং অন্যান্য ব্যাংকের এটিএমে করা যাবে।
গ্রাহকরা সেভিংস একাউন্ট ব্যালেন্স এর ১০ লক্ষ টাকার বেশি থাকলে তারা এস বি আই ব্যাংকের গ্রুপ এবং অন্যান্য ব্যাংকের বিনামূল্যে আনলিমিটেডফ্রি ট্রানজাকশন এর সুবিধা পাবেন যদি দেখা যায় ব্যালেন্স না থাকার কারণে এটিএমে ট্রানজাকশন বাতিল হয়ে গেলে সে ক্ষেত্রে গ্রাহকদের থেকে ২০ টাকা জরিমানা করা হবে তার ওপর থেকে জিএসটি আদায় করবে।
1 ই জুলাই থেকে ২০২০ এস বি আই এটিএম থেকে 10 হাজার টাকার বেশি তুলতে গেলে ওটিপি দিয়ে টাকা তুলতে হবে গ্রাহকদের জানিয়েছে এস বি আই ।
কোন মন্তব্য নেই: