কবে খুলবে কলেজ জেনে নিন এক্ষুনি ? UGC ঘোষণা করল

গত মার্চ থেকেই বন্ধ রয়েছে সমস্ত স্কুল-কলেজ। কবে সব স্বাভাবিক হবে, তা নিয়ে চিন্তায় রয়েছে পড়ুয়ারাও। এই অবস্থায় ইউজিসি জানাল যে, অগস্টের আগে খুলবে না কলেজ। বুধবার এই নির্দেশিকা জারি করেছে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন।


এদিন ইউজিসি-র তরফে জানানো হয়েছে, নতুন ছাত্রছাত্রীদের জন্য কলেজ খুলবে সেপ্টেম্বরে আর বর্তমান পড়ুয়ারা অগস্টে কলেজ যেতে পারবেন। এছাড়া ফাইনাল সেমেস্টারের পরীক্ষা হবে জুলাই মাসে। ইন্টারমিডিয়েট সেমেস্টারের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হবে।


যেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সেখানে টার্মে এন্ডের সেমেস্টার হবে জুলাই মাসে।
ইউনিভার্সিটি গুলিতে স্টাফ ও ছাত্রছাত্রীদের শারীরিক পরীক্ষা হবে ও লকডউনের সময় তাঁরা কোথায় গিয়েছেন, সেই তথ্য নেওয়া হবে। এম ফিল ও পিএইচডি-র ক্ষেত্রে ৬ মাস মেয়াদ বাড়ানো হবে। এছাড়া সব বিশ্ববিদ্যালয় তাদের নিজেদের পরিকল্পনা তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশিকায়।
কবে খুলবে কলেজ জেনে নিন এক্ষুনি ? UGC ঘোষণা করল কবে খুলবে কলেজ জেনে নিন এক্ষুনি ? UGC ঘোষণা করল Reviewed by Karmasandhan Recruitment on এপ্রিল ৩০, ২০২০ Rating: 5
");
Blogger দ্বারা পরিচালিত.