রাজ্যের পুলিশ নিয়োগ ৮৪১৯ কনস্টেবল পদে , West Bengal police Recruitment 2019 , wbp 2019 jobs vacancy , sumanjob.in
West Bengal police Recruitment 2019
রাজ্য পুলিশের রেক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে কনস্টেবল 8419 দুই শূন্য পদের মাধ্যমে নিয়োগ করে নেয়া হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গিয়েছে এই চাকরি শুধু পুরুষদের জন্য আবেদন যোগ্য কোন মহিলা এই পরের বেলায় আবেদন করতে পারবে না অনলাইনে আবেদন শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে 5 এ মার্চের মধ্যে শেষ হবে।
বেতন : ৫,৪০০ - ২৫,২০০/- টাকা
শূন্যপদ : অসংরক্ষিত :2982 , অসংরক্ষিত ইসি :1638, SC :1149 ,SC EC : 707 , ST : 345 , ST EC : 193 , OBC - A : 622 , OBC - A EC : 311, OBC- B : 261, OBC- B EC : 211
Reserved: 15% পদ পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশের এন ভি এফ এবং হোম গার্ড হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য , 10% civic volunteer তিন বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই পদের বেলায় পদ গুলি সংরক্ষণ থাকবে ।
Education qualification: 10th pass. বা সমতুল বোর্ড থেকে পাস করলে এই পদের বেলায় আবেদন করতে পারবেন । বাংলা পড়তে লিখতে বলতে জানতে হবে ।
Physical Standards:
(i) Male Candidates: Height — 167 cms (160 cms for Gorkhas, Garhwalies, Rajbanshis and ST); Chest (unexpanded) — 78 cms (76 cms for Gorkhas, Garhwalies, Rajbanshis and ST); Chest (expanded) — 83 cms (81 cms for Gorkhas, Garhwalies, Rajbanshis and ST); Weight — 57 kgs (53 kgs for Gorkhas, Garhwalies, Rajbanshis and ST)
বয়সসীমা: 1 জানুয়ারি 2019 অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে । এসসি এসটি এবং ওবিসি বয়সের জন্য ছাড় পেয়ে যাবেন ।
আবেদন ফি: জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি তার জন্য 170 টাকা , রাজ্যের এসসি এসটি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা দিতে হবে ।
Candidate selection : লিখিত পরীক্ষা 100 নম্বর এম সি কিউ টাইপের প্রশ্ন হবে সময় থাকবে 1 ঘন্টা বাংলা ওর নেপালি ভাষায় প্রশ্ন হবে 100 নম্বরের মধ্যে 50 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ 30 নম্বরের এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক লেভেলের ও কুড়ি নম্বরে থাকবে একটি ভুল উত্তরের জন্য 114 নম্বর কাটা যাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে ।
এরপর সকল প্রার্থীদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করা হবে এখানে থাকবে 6 মিনিট 30 সেকেন্ড সময়ের মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে, PMT ও PET পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফাইনাল লিখিত পরীক্ষা নেয়া হবে । 85 নাম্বার এর লিখিত পরীক্ষা থাকবে এবং 15 নম্বর এর ইন্টারভিউ থাকবে ।
In case of any difficulties in downloading the off-line application form or in submitting the on-line application form the prospective applicants are advised to communicate either through telephone (Contact No. 7044108689 & 7044109346) during office hours (10 AM to 05:30 PM) from Monday to Friday and 10:00 AM to 02:00 PM on Saturdays (except Govt. Holidays) or through e-mail ([email protected]). Candidates may visit the websi
রাজ্যের পুলিশ নিয়োগ ৮৪১৯ কনস্টেবল পদে , West Bengal police Recruitment 2019 , wbp 2019 jobs vacancy , sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on ফেব্রুয়ারী ০৪, ২০১৯ Rating:
What is the link?
উত্তরমুছুন