SSC Stenographer Grade ‘C’ & ‘D’ Recruitment 2018 // sumanjob.in
স্টাফ নির্বাচন কমিশন (এসএসসি) স্টেনোগ্রাফার গ্রেড 'সি' এবং 'ডি' পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন জানাচ্ছে। খালি পদগুলি ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় / বিভাগ / সংস্থাগুলির জন্য। আগ্রহী এবং যোগ্য প্রার্থী শুধুমাত্র স্টাফ নির্বাচন কমিশন (এসএসসি) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারেন (নীচের URL টি দেখুন)। শিক্ষামূলক যোগ্যতা এবং চাকরি খোঁজার স্বার্থে কেবল তথ্যের জন্য সংক্ষিপ্তভাবে অন্যান্য বিবরণ নিচে দেওয়া হয়েছে
Indian Army Jobs in Havildar
STENOGRAPHER GRADE ‘C’ & ‘D’
Educational Qualification: 12th pass
Age Limit: Minimum 18 years and maximum 30 years 01/01/2019 তারিখে (২7 বছর স্টেনোগ্রাফার গ্রেড 'ডি')।
Candidates’ Selection: প্রার্থীদের নির্বাচন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, দক্ষতা পরীক্ষা এবং ডকুমেন্ট যাচাই মাধ্যমে হবে।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 01/0২/2019 থেকে 06/0২/2019 পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা ভারতের বিভিন্ন কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। দক্ষতা পরীক্ষার নিয়ম: স্টেনোগ্রাফার গ্রেড 'সি' এর পোস্টের জন্য 100 টি WPM এর গতিতে ইংরেজি / হিন্দিতে 10 মিনিটের জন্য ডিক্টেশন
স্টেনোগ্রাফার গ্রেড 'ডি' এর জন্য 80 টি WPM। যথাযথ তারিখ, সময় এবং স্থান / সাক্ষাৎকারের স্থান যথাযথভাবে যোগ্য প্রার্থীদের কাছে জানানো হবে এবং সেই ধরনের তথ্য স্টাফ নির্বাচন কমিশন (এসএসসি) এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
West Bengal Post Office Postman/ Mail Guard Recruitment 2018
Application Fee: Candidates must pay Rs. 100/- as Application Fee. NO APPLICATION FEE REQUIRED IN CASE OF SC/ST/PWD/WOMEN CANDIDATES.
গুরুত্বপূর্ন তারিখগুলো:
অনলাইনে আবেদন শুরু করার তারিখ: 22/10/2018
অনলাইন আবেদন বন্ধ করার তারিখ: 19/11/2018
Official website https://ssc.nic.in
PDF file — SEE DETAILED ADVT.
To Apply Online now, visit the following URL — VISIT THE URL
SSC Stenographer Grade ‘C’ & ‘D’ Recruitment 2018 // sumanjob.in Reviewed by Karmasandhan Recruitment on অক্টোবর ২৮, ২০১৮ Rating:
কোন মন্তব্য নেই: