পুজোয় আপনার সার্ভিস প্রোভাইডার কী অফার দিচ্ছে জানেন?

পুজোয় আপনার সার্ভিস প্রোভাইডার কী অফার দিচ্ছে জানেন?


IDEA 4G



সম্প্রতি ভোডাফোনের সঙ্গে ৪জি সুবিধার জন্য চুক্তিবদ্ধ হয়েছে আইডিয়া। সর্বপ্রথম তারা কলকাতায় আইডিয়া ৪জির বিভিন্ন সুবিধার ঘোষণা করেছে। এখন থেকে কলকাতার সমস্ত আইডিয়া গ্রাহকরা ভোডাফোনের দ্রুতগতির ৪জি নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এ ছাড়াও শুধুমাত্র দুর্গাপূজা উপলক্ষে আইডিয়া প্রত্যেক গ্রাহককে 1০ জিবি করে 4জি ডেটা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই সুবিধাটি উপভোগ করার জন্য যে কোনও আইডিয়া সিম এবং ৪জি মোবাইল থেকে *800*45# নম্বরটি ডায়াল করতে হবে। গ্রাহকরা এই সুবিধাটি উপভোগ করতে পারবেন 20 নভেম্বর 2018 পর্যন্ত।
সুতরাং এ বার পুজো উপভোগ করুন আপনার পছন্দসই নেটওয়ার্কের সঙ্গে কোনও প্রিয়জনের সঙ্গে ভিডিয়ো করে বা আপনার যে সব নিকট আত্মীয়রা বাড়ি আসতে পারেননি, তাদের জন্য আপনার তোলা ছবিগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এ সব শেয়ার করে।
পুজোয় আপনার সার্ভিস প্রোভাইডার কী অফার দিচ্ছে জানেন? পুজোয় আপনার সার্ভিস প্রোভাইডার কী অফার দিচ্ছে জানেন? Reviewed by Karmasandhan Recruitment on অক্টোবর ২৯, ২০১৮ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.