চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় পোস্ট অফিসে রাজ্যের সার্কেলে সুপারভাইজার ও সিনিয়র ম্যানেজার পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলেমেয় উভয়।
পদের নাম : সুপারভাইজার ।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং 5 বছরে সুপারভাইজার পদে অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 40000 টাকা।
বয়স সীমা : 22 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7.2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদনের পদ্ধতি : চাকরি প্রার্থীদের প্রথমে একটি বায়ো ডাটা বানাতে হবে বায়ো ডাটা এর মাধ্যমে যাবতীয় তথ্য দিতে হবে এবং চাকরিপ্রার্থীদের যাবতীয় তথ্য ও সমস্ত ডকুমেন্টস জেরক্স সেল্ফ অ্যাটেস্টেড করে সমস্ত কিছু একটি মুখ বন্ধ পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 20.7.2022 তারিখ এবং আবেদন প্রকাশিত হওয়া 60 দিন অথবা দুই মাসের মধ্যে আবেদন পত্র জমা করতে হব।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : The Senior Manager, Mail Motor Services, 139, Beleghata Road, Kolkata-700015।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://www.indiapost.gov.in/vas/Pages/IndiaPostHome.aspx
বিজ্ঞপ্তির লিংক : https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_27072022_WB_Eng.pdf
post office recruitment 2022,india post office recruitment 2022,post office vacancy 2022,indian post office recruitment 2022,wb post office recruitment 2022 apply online
কোন মন্তব্য নেই: