N.M.D.C LTD ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ NMDC Recruitment 2022 Apply Online


চাকরি প্রার্থীদের জন্য সুখবর কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিনারেলস ডেভলপমেন্ট কর্পোরেশন 130 জনকে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবে উভয় প্রার্থীরা।


মোট শূন্যপদ :  130 টি ।


পদের নাম :  মেকানিক্যাল ফিটার ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার এন্ড ইলেকট্রিকাল মেকানিকাল মোটরভিকেল ইলেকট্রিশিয়ান ল্যাব এসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব টেকনিশিয়ান ব্লাস্টার ইত্যাদি।


শিক্ষাগত যোগ্যতা :  মাইনিং মেট এবং ব্লাস্টার এর ক্ষেত্রে ক্ষেত্রে যে কোন শাখায় মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং মেডিকেল ল্যাব টেকনিশিয়ান পদে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজিতে দশম শ্রেণী পাস করতে হবে এবং বাকি ট্রেড গুলির ক্ষেত্রে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই থাকতে হবে এবং কেমিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বিএসসি পাস থাকতে হবে।


ইন্টারভিউ তারিখ :  মেকানিক্যাল ডিজের ট্রেডে এর ক্ষেত্রে ইন্টারভিউ হবে 25.8.2022 তারিখ।


মেকানিক মোটর ভিকেল ক্ষেত্রে 29.8.2022  তারিখ বাকি ট্রেন গুলির ক্ষেত্রে ইন্টারভিউ নেয়া হবে 30.8.2022 তারিখ।


ফিটার ট্রেড এর ক্ষেত্রে ইন্টারভিউ তারিখ 26. 8. 2022 তারিখ ইলেকট্রিশিয়ান পদের ক্ষেত্রে 27.8.2022 তারিখ এবং ইলেকট্রিক্যাল ট্রেড এর ক্ষেত্রে 28.8.2022  তারিখ।


ইন্টারভিউ শুরু সকাল 10:00 টা থেকে।


আবেদনের পদ্ধতি  : আলাদা ভাবে আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউ ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে এবং প্রার্থীকে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে ।


আবেদন ফি  : শূন্য।


ওয়েবসাইটের লিংক : https://www.apprenticeshipindia.gov.in/


 বিজ্ঞপ্তির লিংক : https://www.nmdc.co.in/cms-admin/Upload/Career_Documents/5fcaddcbcc5f4c308bab25a456d35c9f_20220805162358070.pdf


চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যা

nmdc recruitment 2022 apply online,nmdc vacancy 2022,nmdc recruitment 2022 without gate,nmdc recruitment 2022 notification,nmdc recruitment
N.M.D.C LTD ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ NMDC Recruitment 2022 Apply Online N.M.D.C LTD ট্রেড অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগ NMDC Recruitment 2022 Apply Online Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ১৪, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.