খাদ্য দপ্তরে 5800 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। FCI Recruitment 2022 5800 vacancies


চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের খাদ্য দপ্তরে 5800 শূন্যপদে ফুড ইন্সপেক্টর ফুড অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন।


পদের নাম  : ফুড ইন্সপেক্টর, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট।


মোট শূন্যপদ :  5800 টি।


শিক্ষাগত যোগ্যতা :  যেকোন শাখা থেকে মাধ্যমিক ওউচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে  প্রার্থীদের।


বয়স সীমা :  18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।


প্রার্থী বাছাইয়ের পদ্ধতির :  লিখিত পরীক্ষায় ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।


আবেদনের পদ্ধতি :  অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে পারবেন এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই শুরু হবে।


বিজ্ঞপ্তি লিংক : 




fci recruitment 2022 latest update,fci recruitment 2022,fci recruitment 2022 notification,fci recruitment 2022 online apply,fci recruitment 2022 syllabus



খাদ্য দপ্তরে 5800 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। FCI Recruitment 2022 5800 vacancies খাদ্য দপ্তরে 5800 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। FCI Recruitment 2022 5800 vacancies Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ২২, ২০২২ Rating: 5

কোন মন্তব্য নেই:

");
Blogger দ্বারা পরিচালিত.