চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গে 5636 শূন্য পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করা হবে কোন রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 5656 টি ।
পশ্চিমবঙ্গের যে সমস্ত স্থানে কর্মী নিয়োগ করা হবে :
1) আলিপুরদুয়ার শূন্যপদ 522টি ।
2) লামডিং শূন্যপদ 1140 টি ।
3) কাটিহার ও টিডিএইচ ওয়ার্ক শপের শূন্যপদ 919 টি ।
4) রাঙিয়া শূন্যপদ 551 টি ।
5) তিনসুকিয়া শূন্যপদ 547 টি ।
6) নিউ বঙাইগাঁ ওয়ার্কশপ শূন্যপদ 1110 টি।
7) ডিব্রুগড় ওয়ার্কশপ শূন্যপদ 847 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা : 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 1.4. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : কোন লিখিত পরীক্ষার ছাড়াই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 30.6.2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না।
ওয়েবসাইটের লিংক : https://nfr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0%2C6%2C592%2C593%2C933
আবেদনের লিংক : https://rrcnfr.in/actaprt22nfr/rrbreg_nfr.aspx
বিজ্ঞপ্তির লিংক : https://nfr.indianrailways.gov.in/cris//uploads/files/1653892024646-Act%20App%20Notification%202020-23%20Final.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
railway jobs 2022,eastern railway apprentice 2022,eastern railway kolkata apprentice 2022,railway tc recruitment 2022,eastern railway apprentice recruitment 2022,eastern railway apprentice,eastern railway recruitment 2022 apply online,north eastern railway recruitment 2022,indian railway recruitment 2022
কোন মন্তব্য নেই: