চাকরি প্রার্থীদের জন্য সুখবর SSC মাধ্যমে 70,000 পদে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল পশ্চিমবঙ্গ গোটা দেশে যুবক-যুবতী দের জন্য সুখবর পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 70,000 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে প্রথমত অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে তারপরে ফরম পূরণ করতে হবে নিজের সমস্ত ডকুমেন্ট পূরণ করে সম্পূর্ণ ফর্ম পূরণ করে তারপরে ফাইনাল সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে প্রার্থীদের।
ওয়েবসাইটের লিংক : https://ssc.nic.in/
বিজ্ঞপ্তির লিংক : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important_Notice_20062022.pdf
ssc,ssc vacancy 2022,ssc notification 2022,ssc new vacancy 2022,ssc chsl new vacancy 2022,ssc mts vacancy 2022,ssc phase 10
কোন মন্তব্য নেই: