পশ্চিমবঙ্গে 700 শূন্যপদে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। Ration Dealership application form west bengal
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গে 7000 শূন্যপদে রেশন ডিলার নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাইয়ের পদ্ধতি পশ্চিমবঙ্গের রেশন দোকানে রেশন ডিলার নিয়োগ করা এবং পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর থেকে ফুড সাপ্লাই ডিপারমেন্ট পক্ষ থেকে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 7000 টি ।
পদের নাম : রেশন ডিলার।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 30,000 থেকে 50,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে ইতিমধ্যে আবেদন চলছে এবং আবেদন পত্রে বলা হয়েছে 21 দিনের মধ্যে আবেদনপত্রটি জমা দিতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
আবেদন ফি : 1000 টাকা টাকা।
ওয়েবসাইটের লিংক : https://food.wb.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://www.malda.gov.in/sites/default/files/notice/2022-06/FPS%20%28Ration%20Shop%29%20vacancy%20Notification%20for%20Malda%20District%20on%2021-06-2022.pdf
ration dealership application form west bengal,how to get ration dealership in west bengal,new ration dealership in west bengal,how to apply ration dealership in west bengal,how to apply ration dealership
কোন মন্তব্য নেই: