পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্বল্পকালীন বৃত্তিমূলক প্রশিক্ষণ সুযোগ উচ্চমাধ্যমিক পাশে ট্রেনিং চাকরির সুযোগ। west bengal free training
চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অধীনে স্বল্পকালীন প্যারামেডিকেল চাকরির সুযোগ পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবে রাজ্য সরকারের যে সমস্ত চাকরিপ্রার্থীরা চাকরির জন্য খোঁজ করছেন তাদের জন্য একটি অবশ্যই বিরাট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে।
মোট শূন্যপদ : 40টি ।
কোর্সের নাম : প্যারামেডিকেল।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন ।
বয়স সীমা : 17 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2022 তারিখ অনুযায়ী এখানে কোন বয়সের উর্ধ্বসীমা ছাড় নেই।
প্রশিক্ষণের সময়সীমা : এখানে 6 মাসের যে ট্রেনিং করানো হবে সেটি হলো এক্সরে এবং ইসিজি এবং 1 বছরের কোর্সের যে ট্রেনিং করানো হয়েছে সেটি হল প্যারামেডিকেল ল্যাবরটরি ও রেডিওলজি ও কার্ডিয়াক কেয়ার টেকনিশিয়ান।
কোর্স আবেদন ফি : 6 মাসের কোর্স এর জন্য 6,000 টাকা এবং 1 বছরের কোর্সের জন্য আবেদন ফি 12,000 টাকা এছাড়াও রেজিস্ট্রেশন ফি এবং পরীক্ষা ফি কাউন্সিল কর্তৃপক্ষের অনুসারে নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে আবেদন ফি।
দরখাস্তের সঙ্গে জমা দিতে হবে : মাধ্যমিকের সার্টিফিকেট ও এডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগ ও আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের মধ্যে যেকোনো একটি পরিচয় পত্র দিতে হবে এবং সংরক্ষিত জাতীয় সংসদ পত্রের প্রত্যেকটি স্থায়ী ও পরিচয় পত্র দুটি জেরক্স এবং পাস্পোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে।
দরখাস্ত জমা দেয়ার তারিখ : 17.5.2022 তারিখ থেকে দরখাস্ত জমা দেয়া শেষ তারিখ 31. 5. 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
ওয়েবসাইটের লিংক : https://purbabardhaman.nic.in/notice/application-inviting-for-admission-into-the-paramedical-training-courses-under-s-t-v-t-programme/
west bengal free training,west bengal free training,free course in west bengal,west bengal,west bengal job
কোন মন্তব্য নেই: