চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় ব্যাংকে ক্লার্ক পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।
পদের নাম : ক্লার্ক।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 14,900 থেকে 24, 590 টাকা।
বয়স সীমা : 18 থেকে 26 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : কোন রকম লিখিত পরীক্ষা দিতে হবে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এবং মেরিট লিস্ট এর ভিত্তি করে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 14 5 2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরু : 30.4.2022 তারিখ থেকে আবেদন চলবে 14. 5. 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
ওয়েবসাইটের লিংক : https://www.indianbank.in/#!
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1BDexDWZAYi2nQA7FjqHLj5TShIcSmC7i/view
Indian Bank Recruitment 2022 For 12 Clerk,Indian Bank Recruitment 2022 Apply,Apply Online for 12 Clerk Jobs Post - Indian Bank
কোন মন্তব্য নেই: