চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের সপ্তম শ্রেণী পাশে আপদ মিত্র প্রকল্পে ভলেন্টিয়ার নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।
পদের নাম : আপদ মিত্র ভলেন্টিয়ার।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই সপ্তম শ্রেণী অথবা মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 10,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 7.5.2022 তারিখ পর্যন্ত।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যুক্ত করতে হবে :
1) আধার কার্ড।
2) ভোটার কার্ড।
3) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
4)বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
5) কাস্ট সার্টিফিকেট।
6) পাসপোর্ট সাইজের কালার রঙিন ছবি।
নিয়োগের স্থান : কালিংপং।
ওয়েবসাইটের লিঙ্ক :https://kalimpong.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s368053af2923e00204c3ca7c6a3150cf7/uploads/2022/04/2022042660.pdf
aapda mitra scheme,amit shah on aapda mitra,aapda mitra scheme for isaster management
কোন মন্তব্য নেই: