চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যে রূপসী প্রকল্প গ্রুপ সি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের জেলা সাব ডিভিশনের এই কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা।
পদের নাম : একাউন্টেন্ট।
শূন্যপদ :3টি UR 1,General 1,SC1,OBC1`।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্র্যাজুয়েট পাশ হতে হবে এবং কমার্স শাখা থেকে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে ms-word এমএস এক্সেলে।
মাসিক বেতন : 15,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদ : 3টি UR 1,General 1,SC1,OBC1`।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে স্নাতক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : 11,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অফলাইনে আবেদন করার শেষ তারিখ 30 শে এপ্রিল 2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরুঃ 21 এপ্রিল 2022 তারিখ থেকে আবেদনের শেষ তারিখ 30 এপ্রিল মাসের 2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : https://darjeeling.gov.in/
বিজ্ঞপ্তি লিংক : https://cdn.s3waas.gov.in/s322fb0cee7e1f3bde58293de743871417/uploads/2022/04/2022041870.pdf
wb rupashree prakalpa recruitment 2022,rupashree prakalpa recruitment 2022,rupashree prakalpa,wb rupashree prakalpa recruitment 2021
কোন মন্তব্য নেই: