চাকরি প্রার্থীদের জন্য সুখবর আবারও মাধ্যমিক পাশের রাজ্যের 2972 শূন্য পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন কোনরকম পরীক্ষা ছাড়াই সরাসরি মেরিট লিস্ট এর ওপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ : 2972 টি ।
পশ্চিমবঙ্গে যে সমস্ত ডিভিশনে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল : শিয়ালদা 297, হাওড়া 659, কাঁচরাপাড়া187 , লিলুয়া 612,মালদাহা 138,আসানসোল 412,জামালপুর 667 ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা : 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 1.7. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী ।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি মেরিট লিস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়।
আবেদন শুরুঃ 11. 4 .2022 তারিখ থেকে আবেদন চলবে 10. 5. 2022 তারিখ পর্যন্ত।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে কি আবেদন করতে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 10. 5.2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কোন আবেদন ফি দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : https://rrcrecruit.co.in/rrceraprt22/
বিজ্ঞপ্তির লিংক :
কোন মন্তব্য নেই: