রাজ্যে গ্রুপ সি পদে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ 2022 institute for plasma research

চাকরি প্রার্থীদের জন্য সুখবর আবারও পশ্চিমবঙ্গের গ্রুপ সি পদে মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন।
পদের নাম : মাল্টিটাস্কিং স্টাফ।
মোট শূন্যপদ : 31 টি।
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 18,000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং mcq কোয়েশ্চেন এর লিখিত পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় পাশ করে থাকলে ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি ; অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 30.07.2022 তারিখ পর্যন্ত।
আবেদন শুরুঃ 7.4 .2022 তারিখ থেকে আবেদন চলবে 30.7. 2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফ্রী : 200 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কোন ফি দিতে হবে না।
ওয়েবসাইটের লিংক : http://www.ipr.res.in/
বিজ্ঞপ্তি লিংক : http://www.ipr.res.in/documents/Advt_02_2022_MTS_English.pdf
আবেদনের লিংক : https://erecruit.ipr.res.in/login
institute for plasma research,plasma research recruitment 2022,plasma,physics,ipr

কোন মন্তব্য নেই: