চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় রেলে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
পদের নাম : ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ওয়াকম্যান, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, টানার ইত্যাদি ।
মোট শূন্যপদ : 756 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে প্রার্থীদের এবং আইটিআই কোর্স সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 12,000 টাকা।
বয়স সীমা : 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 7 এই মার্চ 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 7 .3.2022 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 100 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের কোন আবেদন ফি লাগবে না।
ওয়েবসাইটের লিংক : https://er.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,6,443,1473
আবেদনের লিংক : https://etrpindia.com/rrc_bbn_act/register.php
বিজ্ঞপ্তির লিংক : https://etrpindia.com/rrc_bbn_act/pdfs/act.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
indian railway recruitment 2022,10th pass job,west bengal job vacancy 2022
কোন মন্তব্য নেই: