চাকরি প্রার্থীদের জন্য সুখবর ভারতীয় নৌবাহিনীতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করা যাবে।
শূন্য পদ : 1531 টি।
পদের নাম : বৈদ্যুতিক ফিটার, ইলেক্ট্রো প্লেটার,ইঞ্জিন ফিটার, ফাউন্ডারি,প্যাটার্ন মার্কার, আইসিই ফিটার,ইন্সট্রুমেন্ট ফিটার, যন্ত্রবিদ,মিল wrigft ফিটার, চিত্রকর,প্লেটার, শিট মেটাল ওয়ার্কার,পাইপ ফিটার, রেফ এবং এসি ফিটার,দর্জি, ওয়েল্ডার,রাডার ফিটার, রেডিও ফিটার,রিগার, শিপ রাইট, বয়লার মেকার,সিভিল ওয়ার্কস, কম্পিউটার ফিটার, ইলেকট্রনিক ফিটার,গাইরো ফিটার, মেশিনারি কন্ট্রোল ফিটার,সোনার ফিটার, অস্ত্র ফিটার,হট ইনসুলেটর, শিপ ফিটার, জিটি ফিটার, আইসিই ফিটার – ক্রেন, আইসিই ফিটার – ক্রেন।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 19,900 থেকে 63,200 টাকা।
বয়স সীমা : 18 - 25 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 21. 3.2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
ওয়েবসাইটের লিংক : https://www.joinindiannavy.gov.in/en/entry/entry/eligibilityform
বিজ্ঞপ্তির লিংক : https://www.westbengalcareers.com/wp-content/uploads/2022/02/Indian-Navy-Apply-1531-Tradesman-Group-C-Posts-Notification.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: