রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হলো west bengal joint entrance examination board
রাজ্যে জয়েন এন্ট্রান্স পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হল রাজ্যের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও ফার্মাসিস্ট কলেজ ইন্সটিটিউশন গুলিতে ভর্তির জন্য জয়েন্ট পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের এন্ট্রান্স পরীক্ষার নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 শে এপ্রিল 202 তারিখে। (wbjee 2022)
শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারে : ফিজিকস ম্যাথামেটিক্স ও কেমিস্ট্রি বায়োলজি বায়োটেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা টেকনিক্যাল ভোকেশনাল বিষয়ে যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং তিনটি বিষয়ে অন্ততপক্ষে 45% নাম্বার পেলে আবেদন করতে পারবেন।
ফার্মাসিস্ট : ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স বায়োলজিতে যে কোন একটি বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং তিনটি বিষয়ের মধ্যে অন্ততপক্ষে 45% নাম্বার পেলে আবেদন করতে পারবেন।
আর্কিটেকচার : ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক সহ যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন অন্ততপক্ষে 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।
মেরিন ইঞ্জিনিয়ারিং : ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স উচ্চমাধ্যমিকে তিনটি বিষয় অন্ততপক্ষে 60% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং মাধ্যমিকওউচ্চমাধ্যমিক ইংরেজিতে 50% নাম্বার পেয়ে থাকতে হবে।
বয়স সীমা : 17 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে 31 শে ডিসেম্বর 2022 তারিখ অনুযায়ী।
আবেদন ফি 500 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 400 টাকা আবেদন ফি।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে আগামী 10 ই জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত ।
ওয়েবসাইটের লিংক : https://wbjeeb.nic.in/WBJEEBBoardCMS/Page/Page?PageId=1&LangId=P
বিজ্ঞপ্তি লিংক : https://wbjeeb.nic.in/wbjeecms/File/GetFile?FileId=78&LangId=P
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: