চাকরি প্রার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে ক্লার্ক ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীর আবেদন করতে পারবেন।
পদের নাম : ক্লার্ক।
শূন্যপদ : 2টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
পদের নাম : ল্যাবরেটরি এটেনডেন্ট (গ্রুপ ডি)
শূন্যপদ : 2 টি।
শিক্ষাগত যোগ্যতা : সাইন শাখা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
পদের নাম : এন সি সি ক্লার্ক।
শূন্যপদ : 2 টি।
শিক্ষাগত যোগ্যতা : অবশ্যই উচ্চমাধ্যমিক পাস এর সাথে এনসিসি সম্পর্কিত ক্লারিক্যাল ওয়ার্ক সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
পদের নাম : একাউন্টেন্ট ক্লার্ক।
শূন্যপদ : 2 টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীদের অবস্থায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে সাথে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদনের পদ্ধতি : অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 31. 1.2022 তারিখ পর্যন্ত।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সরাসরি প্রার্থী বাছাই করা হবে।
ইন্টারভিউ তারিখ : 4 ই ফেব্রুয়ারি 2022 তারিখে।
আবেদন ফি : শূন্য।
Email-Eid : [email protected]
ওয়েবসাইটের লিংক : http://www.rbccollege.ac.in/
বিজ্ঞপ্তির লিংক : https://drive.google.com/file/d/1BEZDAPAu6_IEdnY5lm3G_deQDiPmou1u/view
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
west bengal group d recruitment 2022,WB collegejob,chakrir khobor 2022 today,Karmasandhan
কোন মন্তব্য নেই: