চাকরি প্রার্থীদের জন্য সুখবর জুট কর্পোরেশনে অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।(accounting jobs)
পদের নাম: জুনিয়ার ইন্সপেক্টর।
মোট শূন্যপদ : 40 টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 21,500 থেকে 86,500 টাকা।
বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই ডিসেম্বর 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম: একাউন্টেন্ট।
মোট শূন্যপদ : 11টি।
শিক্ষাগত যোগ্যতা : একাউন্টেন্ট এমকম পাস থাকতে হবে সঙ্গে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
মাসিক বেতন : 28,600 থেকে 1, 15 000 টাকা।
বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই ডিসেম্বর 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
পদের নাম: জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট।
মোট শূন্যপদ : 11 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস এর সঙ্গে ms-word অথবা এক্সেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 21,500 থেকে 86,500 টাকা।
বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই ডিসেম্বর 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদন ফি : 200 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের আবেদন ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে 13 ই জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
ওয়েবসাইটের লিংক : https://www.jutecorp.in/
বিজ্ঞপ্তির লিংক : https://www.jutecorp.in/wp-content/uploads/2021/12/Rect_Adv_01_2021.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: