রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পে ফুড সাপ্লাই ডিপারমেন্ট কর্মী নিয়োগ করা হচ্ছে।west bengal bdo office recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইতিমধ্যে দুয়ারে রেশন প্রকল্পের জন্য ফুড সাপ্লাই ডিপারমেন্ট কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ।সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়।(data entry operator recruitment 2021)
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 13000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1 .2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
নিয়োগের পদ্ধতি : কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করাবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের পদ্ধতি : বিজ্ঞপ্তি লিংকে ক্লিক করে একটি পিডিএফ পেয়ে যাবে যাবতীয় প্রমাণপত্র ইন্টারভিউ দিন উপস্থিত হতে হবে ইন্টারভিউ নেয়া হবে 14.1.22 তারিখে।
আবেদন ফি : শূন্য।
নিয়োগের স্থান : বামন গোলা ব্লক ডেভলপমেন্ট অফিস পাকুয়াহাট মালদা জেলা।
ওয়েবসাইটের লিংক : https://www.malda.gov.in/taxonomy/term/40
বিজ্ঞপ্তি লিংক : https://www.malda.gov.in/sites/default/files/notice/2021-12/Rectified%20copy%20for%20engagement%20of%20DEO.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: