চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্যের বিভিন্ন পৌরসভায় মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর পৌরসভার এক বছরের চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হচ্ছে। kmc recruitment 2021
পদের নাম : হেলথ ওয়ার্কার।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতুল্য পাশ করে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন ।
বয়স সীমা : 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 4,500 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানের মাধ্যমে আবেদন পত্র সঙ্গে যাবতীয় প্রমাণপত্র বহরমপুর পৌরসভা অফিসে 7 ই জানুয়ারি 2022 তারিখের মধ্যে জমা করতে হবে।
নিয়োগের পদ্ধতি : সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : http://www.berhamporemunicipality.org.in/Default.aspx?PageID=103
বিজ্ঞপ্তির লিংক : http://www.berhamporemunicipality.org.in/fckeditor/userfiles/file/60)%20Recruitment%20Notice%20for%20H_H_W_(Honorary%20Health%20Workers).pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: