রাজ্যে পৌরসভায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল। kmc recruitment 2021,chakrir khobor 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর মাধ্যমিক পাশে পৌরসভার কর্মী নিয়োগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হল খরদা পৌরসভার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে HHW এই পদে কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : HHW।
মোট শূন্যপদ : 43 টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন।
মাসিক বেতন 4, 500 টাকা।
বয়স সীমা : 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে খরদা পৌরসভার 10-12-2021 সকাল 11 টা থেকে বিকেল 4:00 মধ্যে প্রার্থীর নাম ঠিকানা যাবতীয় প্রমাণপত্র ড্রপবক্স এর মাধ্যমে জমা করতে হবে খরদা পৌরসভার আবেদনের শেষ তারিখ10 ডিসেম্বর 2021 তারিখ।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদন ফি : শূন্য।
ওয়েবসাইটের লিংক : http://khardahmunicipality.in/
বিজ্ঞপ্তি লিংক : http://khardahmunicipality.in/wp-content/uploads/2021/11/HHW-Recruitment-Notice.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: