চাকরি প্রার্থীদের জন্য সুখবর রাজ্য বিদ্যুৎ দপ্তর এর তরফ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে যে কোন জেলা থেকে ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন কোনরকম লিখিত পরীক্ষায় ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পদের নাম : স্টাফ নার্স।
শূন্য পদ : 19 টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং এবং মিডিওফারি ডিপ্লোমা রাজ্যের নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে বা অনুমোদন নার্সিং কাউন্সিল এর সাথে পাস থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 32 বছরের মধ্যে বয়স হতে হবে 1.11. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন :29,000 টাকা ।
পদের নাম : মেডিকেল অফিসার।
শূন্য পদ : 11টি ।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত এমবিবিএস ডিগ্রী এবং মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অধিষ্ঠান থেকে পাশ করে থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 36 বছরের মধ্যে বয়স হতে হবে 1.11. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 56,100 টাকা।
আবেদনের পদ্ধতি : অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে ইন্টারভিউ সেদিনে উপস্থিত হতে হবে 10.12. 2021 তারিখ 10:30 থেকে 2:00 পর্যন্ত।
আবেদন ফি: শূন্য ।
ওয়েবসাইটের লিংক : https://www.wbpdcl.co.in/irj/go/km/docs/documents/PDCL/FINAL/Pages/careers.html
বিজ্ঞপ্তির লিংক : https://www.wbpdcl.co.in/irj/go/km/docs/documents/PDCL/FINAL/uploads/employment-notification/WBPDCL_Recruitment_2021_05.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: