চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা গুলিতে কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 113 টি।
পদের নাম : সুইপার (গ্রুপ ডি)
মুর্শিদাবাদ জেলায় শূন্য পদ : 65 টি।
পুরুলিয়া জেলায় শূন্যপদ : 13 টি।
বীরভূম জেলা শূন্য পদ : 16 টি।
বাঁকুড়া জেলায় শূন্য পদ : 19 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ করে থাকলে সুইপার পদে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
মাসিক বেতন : 9,560 টাকা।
বয়স সীমা : 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই জানুয়ারি 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারবেন।
আবেদনপত্রের সঙ্গে ডকুমেন্ট সংযুক্ত করবেন সেগুলি হল : মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা ও জাতিগত শংসাপত্র, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ,এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো।
নিয়োগের স্থান : পশ্চিমবঙ্গের বিভিন্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পশ্চিমবঙ্গের এইসব জেলায় কর্মী নিয়োগ করা হচ্ছে মুশিদাবাদ ,পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায়।
বিজ্ঞপ্তি লিংক : https://www.pnbindia.in/
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: