চাকরি প্রার্থীদের জন্য সুখবর এন আর এস মেডিকেল হসপিটাল এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : স্টাফ নার্স।
শূন্য পদ : 2 টি।
শিক্ষাগত যোগ্যতা : জিএনএম কোর্স সম্পন্ন করা থাকতে হবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে নার্সিং এর।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 25000 টাকা ।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।
আবেদনের পদ্ধতি : এই পদের আবেদন করার জন্য প্রার্থীদের কে আলাদা করে আবেদন করতে হবে না নিজের সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ দিন নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে ।
ইন্টারভিউ তারিখ এবং সময় : 18ই নভেম্বর 2021তারিখ সকাল 9:00 থেকে 10;00 মধ্যে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ দিন যে সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে : বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের এডমিট কার্ড, আধার কার্ড, এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট ও জিএনএম কোর্স সার্টিফিকেট এবং সেল্ফ অ্যাটেস্টেড করার এক কপি ছবি।
নিয়োগের স্থান : কলকাতা এন আর এস মেডিকেল কলেজ হসপিটাল।
ওয়েবসাইটের লিংক : https://www.wbhealth.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/2271.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: