চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 548 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 548 টি।
শিক্ষাগত যোগ্যতা : নন টেকনিশিয়ান ট্রেড এ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে ন্যূনতম 50 শতাংশ নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পাস।
নন টেকনিক্যাল ট্রেড এ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর সার্টিফিকেট হোল্ডার উচ্চমাধ্যমিকে 50% নাম্বার নিয়ে পাস থাকতে হবে বা তার সমতুল্য পাশের সঙ্গে অন্তত 1 বছরে কাজের স্কিল সার্টিফিকেট থাকতে হবে।
নন টেকনিক্যাল ট্রেড এ্যাপ্রেন্টিস সেলস এসোসিয়েট উচ্চ মাধ্যমিক পাস।
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও ইন্সট্রুমেন্টেশন ওসিভিল ইন ইলেকট্রিক্যাল এবং ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ন্যূনতম 50 শতাংশ নম্বর নিয়ে ডিপ্লোমা থাকতে হবে।
ট্রেড এ্যাপ্রেন্টিস এবং ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক মেকানিক ও মেকানিক্যাল ও মেশিনিস্ট।
নন টেকনিক্যাল ট্রেড এ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে 50% নম্বর এবং সমতুল্য থাকতে হবে।
সবগুলি পদের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে এবং তপশিলি জাতি ও তপশিলি জাতি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের 5% ছাড় পাবেন।
বয়স সীমা : 18 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে 31 শে অক্টোবর 2021 তারিখের মধ্যে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে আগামী 5 ই নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত 11 টা থেকে 5 টা পর্যন্ত।
ওয়েবসাইটের লিংক : https://www.iocl.com/
বিজ্ঞপ্তি লিংক : https://postimg.cc/D85xDcYZ
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: