রাজ্যের উপকূল রক্ষী বাহিনীতে গ্রুপ C পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। indian coast guard group c recruitment 2021
চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে তরফ নতুন একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে 23টা জেলা থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম : সিভিলিয়ান এমটি ড্রাইভার ।
শূন্য পদ : 8টি ।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস থাকতে হবে প্রার্থীদের।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
মাসিক বেতন : 19, 200 টাকা ।
পদের নাম : ফর্ক লিফট অপারেটর।
শূন্য পদ : 01টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক অথবা আইটিআই পাস থাকতে হবে অথবা কাজের অভিজ্ঞতা থাকতে হবে তিন বছরে।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
মাসিক বেতন : 19, 200 টাকা ।
পদের নাম : এমটি ফিটার/এমটি মেকানিক।
শূন্য পদ : 02 টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আইটিআই পাস।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
মাসিক বেতন : 19,900 টাকা ।
পদের নাম : ফায়ারম্যান।
শূন্য পদ : 03 টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস থাকতেন এবং শারীরিক মাপজোক সক্ষম হতে হবে।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন ।
মাসিক বেতন : 19,900 টাকা ।
পদের নাম : ইঞ্জিন ড্রাইভার।
শূন্য পদ : 01টি।
শিক্ষাগত যোগ্যতা : ইঞ্জিন ড্রাইভার 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 25,000 টাকা।
পদের নাম : এমটিএস চৌকিদার।
শূন্য পদ : 01 টি ।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এমটিএস চৌকিদার পদের জন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 18,000 টাকা।
পদের নাম : লাস্কার।
শূন্য পদ : 01টি।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং লাস্কার পদের জন্য 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 18,000 টাকা।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী 27 শে নভেম্বর 2021 তারিখ পর্যন্ত।
নিয়োগের স্থান : প্রার্থীদের হলদিয়া, কলকাতা এবং ভুবনেশ্বরে পোস্ট করা হবে।
ওয়েবসাইটের লিংক ; https://www.indiancoastguard.gov.in/index.aspx
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1Kz4Y2IF0wdMsAzWVjhJnNRbGfH929Yhf/view
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: