চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের দুয়ারে রিলেশন প্রকল্পের আবেদন শুরু বিডিও অফিসে দুয়ারে রেশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে ভারতীয় নাগরিক হলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
মোট শূন্যপদ : 16 টি ।
পদের নাম : অ্যাডিশনাল ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস করে থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 13000 টাকা।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 30 শে নভেম্বর 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : শূন্য।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি : ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
নিয়োগের স্থান : উত্তর দিনাজপুর।
ওয়েবসাইটের লিংক : http://uttardinajpur.gov.in/newadv.html
বিজ্ঞপ্তি লিংক : http://uttardinajpur.gov.in/advertise/1405_ADEO_DCFS.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: