চাকরি প্রার্থীদের জন্য সুখবর সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে স্পেশালিস্ট অফিসার নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভারতীয় নাগরিক হলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 115 টি।
যে সমস্ত পদে আবেদন করা যাবে সেগুলি হল : ইনকাম ট্যাক্স অফিসার, ইকোনমিস্ট, ইনফরমেশন টেকনোলজি ,সাইন্টিস্ট, ক্রেডিট অফিসার ,ইঞ্জিনিয়ার আইটি, সিকিউরিটি এন্ড এনালিস্ট, আইটি, টেকনিক্যাল অফিসার,সিকিউরিটি, ল অফিসার।
শিক্ষাগত যোগ্যতা :গ্রাজুয়েশন পাস হলেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার পদে আবেদন করা যাবে এবং তবে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অথবা এমবিএ ডিগ্রি থাকলে আবেদনকারীদের অগ্রাধিকার দেয়া হবে।
বয়স সীমা : 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
মাসিক বেতন : 23000-59,000 টাকা।
আবেদন ফি : 850 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি আবেদন ফি দিতে হবে না শুধুমাত্র সার্ভিস চার্জ 175 টাকা দিতে হবে ।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে আগামী 23 শে নভেম্বর থেকে 17 ডিসেম্বর 2021 তারিখ পর্যন্ত।
নিয়োগের পদ্ধতি : লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ওয়েবসাইটের লিংক : https://www.centralbankofindia.co.in/en
বিজ্ঞপ্তি লিংক : https://www.centralbankofindia.co.in/sites/default/files/2021-11/Notification_Recruitment_of_Specialist_Officers-2022-23.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: