চাকরি প্রার্থীদের জন্য সুখবর বরোদা ব্যাংকে গ্রুপ C পদে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 376 টি ।
পদের নাম : সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার।
শূন্যপদ : 326 টি।
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস ও ম্যানেজমেন্টের 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে পাবলিক ব্যাংক ও প্রাইভেট ব্যাংক, ম্যানেজমেন্টের অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়সসীমা : 24 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.11. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
পদের নাম : ই ওয়েলথ রিলেশনশিপ ম্যানেজার।
শূন্যপদ : 50 টি।
শিক্ষাগত যোগ্যতা :যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন পাস ও ম্যানেজমেন্টের নিয়ে 2 বছরের ডিপ্লোমা ও স্নাতক ডিগ্রী থাকলে রেগুলেটরি সার্টিফিকেট থাকে এবং প্রাইভেট ব্যাংক ও ওয়েলথ মানেজমেন্ট নিয়ে 1.5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : 23 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে 1.11. 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 9.12 .2021পর্যন্ত।
আবেদন ফি : 600 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা।
ওয়েবসাইটের লিংক : https://www.bankofbaroda.in/
আবেদনের লিংক : https://smepaisa.bankofbaroda.co.in/bobSRM/
বিজ্ঞপ্তির লিংক : https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/wms-detailed-advertisement-18-28.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের ‘টেলিগ্রাম চ্যানেলে’ যুক্ত হয়ে যান
কোন মন্তব্য নেই: