চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের জলস্বপ্ন প্রকল্পে কর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউর মাধ্যমে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ : 50 টি
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Civil)
শূন্যপদ : 30 টি
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ব্যাচেলর ডিগ্রী ফুলটাইম সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যেকোনো গভারমেন্ট থেকে পাশ করে থাকতে হবে এবং 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী
মাসিক বেতন : 28000 টাকা
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Electrical)
শূন্যপদ : 20 টি
শিক্ষাগত যোগ্যতা : যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা সিভিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার government's থেকে গভারমেন্ট ইনস্টিটিউট থেকে পাস করে থাকতে হবে এবং 10 বছরের এক্সপেরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেয়া হবে
বয়সসীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1. 2022 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী
মাসিক বেতন : 28000 টাকা
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র ইমেইল আইডিটি পিডিএফ করে পাঠাতে হবে 20 Mb ভিতরে আবেদনের শেষ তারিখ 10. 12. 2021 তারিখ পর্যন্ত
আবেদন ফি : শূন্য
ওয়েবসাইটের লিংক : https://wbphed.gov.in/en/home
বিজ্ঞপ্তির লিংক : https://wbphed.gov.in/resources/news/637735238929738259.PDF
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: