চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের খাদ্য সাথী প্রকল্প কর্মী নিয়োগ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ ক্ষেত্রে আপনারা অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতার : যেকোন শাখা থেকে গ্রাজুয়েশন পাস হতে হবে কম্পিউটারের 1 বছরে কাজের জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন : 13000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনে এর মাধ্যমে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা Block Development Officer, Rampurhat-l Development Block, Dist- Birbhum, PiN -731224 30.12. 2021 তারিখ 4:00 মধ্যে পাঠাতে হবে।
ইন্টারভিউ তারিখ : 6.12. 2021 তারিখ 11 টা থেকে ইন্টারভিউ নেয়া হবে।
আবেদন ফি : শূন্য।
নিয়োগের স্থান : রামপুরহাট।
ওয়েবসাইটের লিংক : https://birbhum.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://cdn.s3waas.gov.in/s3fc3cf452d3da8402bebb765225ce8c0e/uploads/2021/11/2021112446.pdf
চাকরি ও কাজের আপডেট মিস না করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হয়ে যান।
কোন মন্তব্য নেই: