রাজ্যে মিড ডে মিলে প্রকল্পের দুটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলায় ভগবানগোলা 2 নম্বর এবং নদীয়াজেলা করিমপুর ব্লকে নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে প্রার্থীর আবেদন করতে পারবেন।
পদের সংখ্যা : 2টি।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন এর 6 মাসের কোর্স থাকতে হবে।
মাসিক বেতন : 13000 টাকা।
বয়স সীমা : 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1.1.2020 তারিখ অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে যাবতীয় ডকুমেন্ট পোস্ট অফিসের মাধ্যমে ব্লক অফিস ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্রের বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা, এবং কম্পিউটার সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় প্রমাণপত্র খামের মধ্যে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ : 20.8.2021 সকাল 11 টা থেকে বিকেল 4.00 পর্যন্ত নদীয়া জেলা করিমপুর ব্লকের জন্য।
আবেদনের শেষ তারিখ : 20.8.2021 সকাল 11 টা থেকে বিকেল 5.00 পর্যন্ত মুর্শিদাবাদ জেলায় ভগবানগোলা ব্লকের জন্য।
1) বিজ্ঞপ্তি লিংক : http://nadia.gov.in/writereaddata/TenderNotice/IMG.pdf
2 ) বিজ্ঞপ্তি লিংক :https://cdn.s3waas.gov.in/s3c9f0f895fb98ab9159f51fd0297e236d/uploads/2021/08/2021080635.pdf
কোন মন্তব্য নেই: