চাকরি প্রার্থীদের জন্য সুখবর বর্ডার সিকিউরিটি ফোর্স গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিক তথ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট পদের সংখ্যা : 269 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশ বা তার সমতুল্য উত্তীর্ণ হতে হবে পুরুষদের উচ্চতা 170 সেমি এবং মহিলাদের উচ্চতা হবে 158 সেমি বুকের ছাতি পুরুষদের জন্য 80 সেমি ওজন ও উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত হবে প্রার্থীদের খেলোয়াড় সার্টিফিকেট থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে 1ই আগস্ট 2021 তারিখ অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 21, 700 থেকে 69, 100 টাকা পর্যন্ত level 3 অনুযায়ী।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আগামী 22 সেপ্টেম্বর 2021 তারিখ রাত 11. 59 মিনিটে খেলোয়ার সার্টিফিকেটসহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে প্রার্থীদের ।
ওয়েবসাইটের লিংক : https://rectt.bsf.gov.in/
বিজ্ঞপ্তির লিংক : https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/Recruitment%20of%20Meritorious%20Sportspersons.pdf
টেলিগ্রাম গ্রুপ :https://t.me/Karmasandhanofficials
Reviewed by Karmasandhan Recruitment on আগস্ট ০৯, ২০২১ Rating:








কোন মন্তব্য নেই: