চাকরি প্রার্থীদের জন্য সুখবর কোল ইন্ডিয়া থাকা বেশ কয়েকটি সংস্থার চাকরির সুযোগ ম্যানেজমেন্ট ট্রেনিং দিয়ে নিয়োগ করা হবে প্রার্থীদের।
মোট শূন্যপদ : 588 টি ।
পদের নাম : ইলেকট্রিকাল, মেকানিকাল,সিভিল ,ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, জিওলজি।
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম 60% নিয়ে জিওলজি ডিসিপ্লিন এর ক্ষেত্রে জিওলজি এমএসসি থাকতে হবে।
বাকি সব ক'টি পদের ক্ষেত্রে ন্যূনতম 60% নাম্বার নিয়ে বিএ, বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ থাকতে হবে সংরক্ষিত প্রার্থীদের সংরক্ষিত প্রার্থীরা 5% ছাড় পাবেন।
বয়স সীমা : উর্ধ্বসীমা 30 বছর 4 ই আগস্ট 2021 তারিখ হিসেবে সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবে।
মাসিক বেতন : 50000-160000 টাকা।
আবেদন ফ্রি : 1180 টাকা তপশিলি জাতি তপশিলী উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি : অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করা যাবে 9 সেপ্টেম্বর 2021 তারিখ 11.59 মিনিট পর্যন্ত নিচের ইমেইল আইডিতে পাঠাতে পারবেন প্রার্থীরা [email protected]
ওয়েবসাইটের লিংক : https://www.coalindia.in/
বিজ্ঞপ্তির লিংক : https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_for_recruitment_of_MTs_through_GATE-2021_dt._09.08.2021.pdf
টেলিগ্রাম গ্রুপ : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: