চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গ ডাক বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক যোগ্যতায় বিভিন্ন জেলা পোস্টে ডিভিশনাল গুলিতে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
পদের নাম : ডাইরেক্টর এজেন্ট।
নিয়োগের স্থান : পূর্ব কলকাতা ডিভিশন, বারাসাত ডিভিশন, নদিয়া দক্ষিণ ডিভিশন, কোচবিহার ডিভিশন।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস লাইফ ইন্সুরেন্স পলিসি মার্কেটিং স্কিল সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটার জানার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা : 18 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।
মাসিক বেতন : ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন ইন্সুরেন্স পলিসি বিক্রি করলে নির্দিষ্ট হারে কমিশন পাবে প্রার্থীরা এবং পলিসি বিক্রি হলে কমিশনের পরিমাণ বেশি হবে।
আবেদনের পদ্ধতি : নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ দিন নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে প্রার্থীদের এর ক্ষেত্রে আলাদা করে আবেদন করতে হবে না।
পূর্ব কলকাতা ডিভিশনের : ইন্টারভিউ তারিখ 17 ই আগস্ট দুপুর 12 টা থেকে।
বারাসাত ডিভিশন : ইন্টারভিউ তারিখ 23 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত দুপুর 12 টা।
কোচবিহার ডিভিশন : ইন্টারভিউ তারিখ 16 ই আগস্ট সকাল 11 টা।
নদিয়া দক্ষিণ ডিভিশন : ইন্টারভিউ তারিখ 24 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত দুপুর 12 টা।
নিয়োগের পদ্ধতি : ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বিজ্ঞপ্তি লিংক : https://drive.google.com/file/d/1D6_Spu2A56xNalVZZK92k0Sj6TiCItgg/view
কোন মন্তব্য নেই: