চাকরি প্রার্থীদের জন্য সুখবর কলকাতা জাদুঘরের বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীরা অবশ্যই আবেদন করুন।
পদের নাম : অফিস অ্যাসিস্ট্যান্ট।
শূন্যপদ : 1 টি।
শিক্ষাগত যোগ্যতা : যেকোন শাখা থেকে উচ্চমাধ্যমিক বা তার সমতুল্য পাশে থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 19,900-63,200 টাকা Level 2; Basic Pay Rs. 19,900 টাকা।
পদের নাম : টেকনিশিয়ান।
শূন্যপদ :3 টি।
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে এবং আইটিআই প্রশিক্ষণ শেষ হওয়ার পরে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন :19,900-63,200 টাকা Level 2; Basic Pay Rs. 19,900 টাকা ।
পদের নাম : জুনিয়ার স্টেনোগ্রাফার।
শূন্যপদ :1 টি।
শিক্ষাগত যোগ্যতা :উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন : 25,500-81,100 টাকা Level 4; Basic Pay Rs. 25,500 টাকা।
বয়স সীমা : 25 থেকে 35 বছর বয়স হতে হবে 9 জুলাই 2021 তারিখ হিসেবে।
আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার শেষ তারিখ 11 ই জুলাই 2021 তারিখ পর্যন্ত।
আবেদন ফি : 200 টাকা তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোন আবেদনটি লাগছে না।
আবেদনের লিংক : https://ncsm.gov.in/recruitment/
বিজ্ঞপ্তি লিংক : https://bitm.online/recruitment/wp-content/uploads/2021/06/NCSM-ADV-3-2021.pdf
টেলিগ্রাম গ্রুপের লিংক : https://t.me/Karmasandhanofficials
কোন মন্তব্য নেই: